প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাতসালাত / নামায

নিষিদ্ধ সময়ে এ সালাত আদায় করা কি জায়েয?

 

হানাফী ও মালেকী ফকীহদের মতে সে সময় পড়া যাবে না। বিপরীতে শাফেয়ী ও হাম্বলী ফকীহগণের মতে নিষিদ্ধ সময়েও মসজিদে ঢুকলে ‘তাহিয়্যাতুল মসজিদ’ পড়বে। কেউ যদি আসরের পর ও সূর্যাস্তের পূর্বে মসজিদে আবার প্রবেশ করে তাহলে একদল ফকীহর মতে তখনও ‘তাহিয়্যাতুল মসজিদ’ পড়বে। আর আযান চলাকালীন সময়ে মসজিদে ঢুকলে দাঁড়িয়ে আযানের জওয়াব দিয়ে পরে ‘তাহিয়্যাতুল মসজিদ’ পড়বে, এরপর বসবে।

 

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button