প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাতসালাত / নামায
নফল সালাত বসে নাকি দাঁড়িয়ে পড়বে?
ক্ষমতা থাকার পরও নফল নামায বসে পড়লে সাওয়াব পাবে অর্ধেক। অতএব, নফল হলেও ক্ষমতা থাকলে দাঁড়িয়ে পড়াই উত্তম। তবে বিতরের পর দু’রাকআত নফল বসে পড়া সুন্নাত।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম