প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাতসালাত / নামায
মাগরিবের সুন্নাত কোথায় পড়া উত্তম?
ঘরে গিয়ে পড়া উত্তম। তাছাড়া মাগরিব ও ফজরের সুন্নাতের প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া সুন্নাত। (মুসলিম)
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম