প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাতসালাত / নামায

ফজরের ইকামত দিয়ে দিলে কি করব?

 

সাথে সাথে জামাআতে শরীক হয়ে যাবে। ফরজ আদায়ের পর অথবা সূর্যোদয়ের পর এ দু’রাকআত সুন্নাত আদায় করবে। তবে ফজরের ফরজের পর এ দু’রাকআত সুন্নাত ছাড়া অন্য কোন নফল সালাত পড়া মাকরূহ। (নাইলুল আউতার)।

 

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button