প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাতসালাত / নামায
বিতরের সালাতে কি একবার নাকি দু’বার সালাম ফিরাব?
দু’টাই করা জায়েয আছে। এক সালামে বিতর পড়ার দলীল:
“উমর ইবনে খাত্তাব (রা.) ৩ রাকাআত বিতর পড়তেন। শেষ রাকাআতের আগে তিনি সালাম ফিরাতেন না।”
দু’ সালামে বিতর পড়ার দলীল,
আবদুল্লাহ ইবনে উমর (রা.) (বিতরে সালাত) প্রথম দুই রাকাআত শেষ করে সালাম ফিরাতেন এবং পরে শেষ (তৃতীয়) রাকাআতে আবার সালাম ফিরাতেন। প্রথম দুই রাকাআতের সালাম ফেরানোর পর প্রয়োজনে কোন কাজের নির্দেশও দিতেন।” (বুখারী: ৯৯১) উল্লেখ্য।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম