প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাতসালাত / নামায

যদি দু’জন মুক্তাদি হয় তাহলে তারা কোথায় দাঁড়াবে?

 

ইমামের পেছনে। কিন্তু আগে-পিছে জায়গা থাকলে বা অন্য একজন লোক ইমামের ডানে এবং অপরজন ইমামের বামে দাড়ায় তাতেও সালাত আদায় হয়ে যাবে।

 

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button