প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাতসালাত / নামায

মসজিদে জামাআত না পেলে এবং দ্বিতীয় জামাত করার মতো আর কোন লোকও না পেলে কী করবো?

 

পরিবারের কেউ সালাত আদায় করে না থাকলে বাসায় গিয়ে তাদেরকে নিয়ে জামাআত করা উত্তম। আর যদি তারাও সালাত শেষ করে থাকে তাহলে একাকী হলেও মসজিদেই সালাত আদায় করা উচিত।

 

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button