প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাতসালাত / নামায

ইমামকে কোন অবস্থায় পেলে জামাআতে শরীক হওয়া যায়?

 

ইমামকে যে অবস্থায় পাওয়া যায় সেই অবস্থায়ই জামাআতে শরীক হওয়া যায় (তিরমিযী: ৫৯১)। ইমামকে দাঁড়ানো, রুকু, সিজদা বা বৈঠকে যে অবস্থায় পাবে সে অবস্থায়ই জামাআতে শরীক হবে। তবে রুকু থেকে ইমাম তার মাথা উঠিয়ে ফেললে ঐ রাকআত বাদ পড়ে যায়। (দেখুন আবু দাউদ: ৮৯৩)।

 

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button