পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

১.৫ (ক) নখ কাটা, (খ) বগলের লোম ও (গ) নাভির নিচের লোম পরিষ্কার করা ২৬. উপরের কাজগুলোর হুকুম কী?

 

অধিকাংশ ফকীহদের মতে, এ কাজগুলো সুন্নাত । যদিও অল্পসংখ্যক ফকীহ এগুলোকে ওয়াজিব বলেছেন । চুল ও হাত-পায়ের নখসহ পুরুষ মহিলা সকলের জন্য এ একই হুকুম।

 

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button