WordPress database error: [Disk full (/tmp/#sql_247_9.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device")]
SHOW FULL COLUMNS FROM `iask_wfblocks7`

WordPress database error: [Disk full (/tmp/#sql_247_9.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device")]
SHOW FULL COLUMNS FROM `iask_wfblocks7`

WordPress database error: [Disk full (/tmp/#sql_247_9.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device")]
SHOW FULL COLUMNS FROM `iask_wfblocks7`

WordPress database error: [Disk full (/tmp/#sql_247_9.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device")]
SHOW FULL COLUMNS FROM `iask_wfblocks7`

WordPress database error: [Disk full (/tmp/#sql_247_9.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device")]
SHOW FULL COLUMNS FROM `iask_wflivetraffichuman`

WordPress database error: [Disk full (/tmp/#sql_247_9.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device")]
SHOW FULL COLUMNS FROM `iask_wflivetraffichuman`

৭৩. কি কি কাজের জন্য পূর্বেই ওযু করা উচিত? – [যেসব কাজের জন্য ওযু করা সুন্নাত বা মুস্তাহাব] – আপনার জিজ্ঞাসা
পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

৭৩. কি কি কাজের জন্য পূর্বেই ওযু করা উচিত? – [যেসব কাজের জন্য ওযু করা সুন্নাত বা মুস্তাহাব]

 

প্রথমত: যেসব কাজের পূর্বে ওযূ করা সুন্নাত বা মুস্তাহাব

১. যিকর ও দুআ করা। (বুখারী: ৪৩২৩)।
২. মুখস্থ কুরআন তিলাওয়াত করার ক্ষেত্রে।
৩. তিলাওয়াতে সিজদা ও শোকরানা সিজদার পূর্বে (আবার কোন কোন ফকীহর মতে, এ সময় ওযু করা ফরয)।
৪. ওযূ থাকার পরও পরবর্তী নামায আদায়ে পূর্বে । (আহমাদ- ২/৪০০)
৫. নিদ্রায় যাওয়ার পূর্বে ।
৬. গোসল ফরয হয়ে গেছে এমন ব্যক্তির খাবার গ্রহণ করার পূর্বে ।
৭. একাধিক বার স্ত্রীসহবাস করতে চাইলে পরবর্তী সহবাসের পূর্বে ।
৮. যার উপর গোসল ফরয তার নিদ্রায় যাওয়ার পূর্বে । (বুখারী: ২৮৬, ২৮৭, মুসলিম: ৩০৬)

সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আযীয বিন বায (র) বলেছেন, যার উপর গোসল ফরয এমন ব্যক্তি যদি ঘুমাতে যায় তাহলে তার জন্য ৩টি অবস্থা রয়েছে:

ক. যদি বিনা ওযু বা বিনা গোসলে ঘুমিয়ে পড়ে তাহলে তা হবে মাকরূহ ।
খ. যদি ইস্তিনজা করে শুধু ওযূ করে ঘুমায় তাহলে তা চলে ।
গ. আর যদি এ লোক ওযূ ও ফরয গোসল করে ঘুমায় তাহলে সে যেন তার দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করল।

 

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button