৭২. কী কী কাজের পূর্বে ওযু করা ফরয? – [যেসব কাজের পূর্বে ওযু করা ফরয]
যেসব কাজের পূর্বে ওযূ করা ফরয, তা হলো
১. সালাত আদায়ের পূর্বে। আল্লাহ তাআলা বলেন,
“হে মুমিনেরা! তোমরা যখন নামাযে দাঁড়াও, তখন (তার পূর্বে) তোমাদের মুখমণ্ডল ও হাত দু’টো কনুই পর্যন্ত ধৌত কর, অতঃপর মাথা মাসেহ কর এবং উভয় পা টাখনু পর্যন্ত ধৌত কর।” (সূরা ৫; মায়িদা ৬)
রাসূলুল্লাহ (স) বলেছেন, “পবিত্রতা অর্জন ছাড়া নামায কবুল হয় না।” (মুসলিম ২২৪) অর্থাৎ, বড় নাপাকি হলে গোসল এবং ছোট নাপাকি হলে অবশ্যই ওযূ করে সালাত আদায় করতে হবে ।
২. কাবাঘরে তাওয়াফ রাসূলুল্লাহ (স) বলেছেন, “কাবাঘরে তাওয়াফ করা নামাযতুল্য।” (নাসাঈ: ২৯২০ অপর এক হাদীসে আয়েশা (রা)-কে সম্বােধন করে রাসূলুল্লাহ (স) বলেছেন, “পবিত্র না হয়ে আল্লাহর ঘরে তাওয়াফ করো না।” (বুখারী: ৩০৫)
৩. কুরআন শরীফ স্পর্শ করা ইবনে ওমর (রা) বর্ণিত এক হাদীসে রাসূল (স) বলেন, “পবিত্র না হয়ে কেউ যেন কুরআন শরীফ স্পর্শ না করে।” (দারা কুতনী: ৪৩১-৪৩৩)
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম