পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

১৫. পানি কিভাবে অপবিত্র হয়?

 

যখন কোন পানির সাথে নাপাকি মিশ্রিত হয়, অতঃপর স্বাদ, গন্ধ ও রং এ তিনটির কোন একটি গুণাগুণ পরিবর্তন হয়ে যায় তখন এ পানি অপবিত্র হয়ে যায়। এ পানি দ্বারা তখন ওযু-গোসল ও পবিত্রতার কাজ করা জায়েয নেই।

 

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button