পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

২১. পেশাব-পায়খানা থেকে পবিত্র হওয়ার পদ্ধতি কী?

 

পানি বা ঢিলা কুলুখ এ দুটোর যেকোন একটি দিয়ে পবিত্র হওয়া যায় । পানি দিয়ে ধৌত করে পবিত্র হওয়াকে বলা হয় ইস্তিঞ্জা । আর ঢিলাকুলুখ দিয়ে পবিত্র হওয়াকে বলা হয় ইস্তিজমার। শুধু ঢিলাকুলুখ ব্যবহার করেও পবিত্র হওয়া জায়েয ।

 

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button