পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
৬৫. মুখমণ্ডলের কতটুকু অংশ ধৌত করা ফরয?
কপালের উপর মাথার চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের গোড়া থেকে অপর কানের গোড়া পর্যন্ত সমস্ত মুখমণ্ডল ধোয়া ফরয।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম