পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

৩৬. দাড়ির নির্দেশের মধ্যে আমাদের শিক্ষণীয় কী?

১. দাড়ি লম্বা করে রাখার জন্য রয়েছে সরাসরি আদেশ।
২. মুশরিকদের অনুসরণ না করে তাদের বিপরীত অবস্থানে থাকার নির্দেশ।
৩. দাড়ি না রাখা বাহ্যত মেয়েদের সাদৃশ্য বরণ করা, যা হারাম। ইমাম গাযালী (র) বলেছেন, দাড়ি পুরুষের সৌন্দর্য বৃদ্ধি এবং নারী পুরুষের পার্থক্য নিরূপণকারী ।
৪. দাড়ি কেটে ফেলা আল্লাহর সৃষ্টিকে জোর করে বদলে ফেলার সমতুল্য ।
৫. নবী করীম (স)-এর সাহাবাগণসহ সকল নবীদেরই দাড়ি ছিল।

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button