পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

৯৩. কী কী কারণে মাসেহ নষ্ট হয়ে যায়?

১. পা হতে মোজা খুলে ফেললে । (মুগনী- ১/৩৬৭)
২. গোসল ফরয হয়ে গেলে। (মুসনাদে আহমদ- ৪/২৩৯)
৩. মাসেহ করার সময়সীমা শেষ হয়ে গেলে। (শরহুল উমদা লিবনি তাইমিয়া পৃ. ২৫৭)

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button