পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

১৩. কোন ধরনের পানিকে ‘পবিত্র পানি’ বলা হয়।

 

যে পানি নিজেও পবিত্র এবং অন্য কিছুকেও নাপাকি থেকে পবিত্র করে তাকে বলা হয় ‘পবিত্র পানি’। আরবী পরিভাষায় এমন পানিকে বলা হয়, —- : পবিত্র পানির উৎস হলো- টিউবওয়েল, কূপ, নদী, খাল, বিল, পুকুর, সাগর, বৃষ্টি, ঝরনা, বরফগলা ও প্রবহমান পানি। এসব পানি দ্বারা ওযূ গোসল করা, কাপড়-চোপড় ধৌত করা ও পাক-পবিত্র হওয়া জায়েয; অপবিত্র পানি দ্বারা নয়। তাছাড়া চা, ফলের শরবত, পেট্রল, তৈল বা অন্য কোন তরল পদার্থ দ্বারা ওযূ গোসল জায়েয নেই।

 

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button