পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
১১৩. তায়াম্মুমের জন্য কী কী কাজ সুন্নাত?
১. শুরুতে ‘বিসমিল্লাহ’ বলা,
২. প্রথমে মুখমণ্ডল ও পরে হাত মাসেহ করা,
৩. দু হাতের তালু দিয়ে মাটির উপর হাত মারা,
৪. মাটিতে হাত মারার পর সেখানে ফু দেওয়া ও হাত ঝাড়া দেওয়া।
৫. প্রথমে ডান হাত ও পরে বাম হাত মাসেহ করা।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম