পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

৬৬. মাথার কতটুকু পরিমাণ মাসেহ করা ফরয?

 

বেশি সংখ্যাক ফকিহ বলেছেন পুরো মাথা মাসেহ করা ফরয। আব্দুল্লাহ ইবন যায়েদ (রা) বলেন, “নবী (স) তার দুই হাত দিয়ে তার মাথা মাসেহ করলেন। তার হাত দুটি মাথার সামনে ও পেছনে নিলেন (এমনভাবে যে) মাথার সম্মুখভাগ থেকে শুরু করে তার দুই হাত দিয়ে পেছনের চুলের শেষ প্রান্ত পর্যন্ত মাসেহ করলেন। তারপর আবার পেছন থেকে মাসেহ আরম্ভ করে সামনের দিকে হাত দুটো টেনে আনলেন ঐ পর্যন্ত, যেখান থেকে শুরু করেছিলেন। অতঃপর তার দুই পা ধৌত করলেন।” (বুখারী: ১৮৫, মুসলিম: ২৩৫) এ হাদীসের আলোকে অধিকাংশ ফকীহ বলেছেন যে, চার ভাগের এক ভাগ নয়, বরং পূর্ণ মাথা মাসেহ করা ফরয।

 

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button