পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

৯২. মাসেহের জন্য সময় গণনা করার নিয়ম কী?

যদি সকালে ওযু করে মোজা পরে, অতঃপর দুপুরে ওযু ভঙ্গ হয় তাহলে ঐ দুপুর থেকে সময় গণনা করা হবে। আর যদি দুপুরে ওযূ করে আসরে ওযূ ছুটে যায় তাহলে আসর থেকে এ সময় গণনা করে মুসাফিরের জন্য তিন দিন তিন রাত অর্থাৎ ৭২ ঘণ্টা এবং মুকীমের জন্য একদিন এক রাত অর্থাৎ পরবর্তী ২৪ ঘণ্টা।

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button