পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
১২. পানি কত প্রকার? (১.২ পানি ও পানির প্রকারভেদ)
১. প্রথমত, পবিত্রতার দিক থেকে পানি দু’প্রকার। যথা
(ক) পবিত্র পানি ও (খ) অপবিত্র পানি ।
২. দ্বিতীয়, পরিমাণের দিক থেকেও আবার দু’প্রকার:
(ক) কম পানি ও (খ) বেশি পানি।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম