পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

৪৩, খাৎনার হিকমত কী?

খাৎনা হলো পরিচ্ছন্নতা ও পবিত্রতার সহায়ক । বাহ্যিক ও অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধি, শরীর সুস্থ রাখা এবং যৌন তৃপ্তির পূর্ণতা প্রাপ্তির সুযোগ- এ সবই হলো খাৎনার হিকমত। খাৎনা বিলম্বজনিত কারণে অনেক শিশু রোগাক্রান্ত হয়ে পড়ে, যা খাৎনা করানোর পরই সেরে যায় এবং এরপর তার দৈহিক বৃদ্ধিও ঘটে।

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button