পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
১২০. ওয়াক্ত হওয়ার পর নামায আদায়ের পূর্বেই হায়েয শুরু হয়ে গেলে
অধিকাংশ ফকীহর মতে, পবিত্র হওয়ার পর এ নামাযটি কাযা করা আবশ্যক। ইমাম আবু হানাফীর মতে, কাযা করা লাগবে না । আর হানাফী মতটিই অধিকতর গ্রহণযোগ্য।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম