পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

৩৩. দাড়ি রাখার হুকুম কী?

হানাফী আলেমদের মতে, দাড়ি রাখা ওয়াজিব। অপরদিকে সৌদি আরব ও অন্যান্য হাম্বলী ফকীহদের মতে, দাড়ি রাখা ফরয। আর তা কাটা অর্থাৎ মুণ্ডন করা হারাম।

১. ইবনে উমর (রা) থেকে বর্ণিত এক হাদীসে রাসূলুল্লাহ (স) বলেছেন, “তোমরা মুশরিকদের বিপরীত কাজ কর, দাড়ি লম্বা কর, আর গোঁফ ছোট কর।” (বুখারী: ৫৮৯২, মুসলিম: ২৫৯)
২. নবী (স) আরো বলেছেন, “তোমরা মোচ কেটে রাখ, দাড়ি ছেড়ে দাও। আর অগ্নি উপাসকরা যা কিছু করে তার বিপক্ষে থাক।” (মুসলিম: ২৬০)

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button