পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

১১৯. হায়েয শেষ হলে কোন ওয়াক্ত থেকে নামায শুরু করব?

ইমাম মালেক, শাফেয়ী ও আহমদ (র) সহ জমহুর উলামাদের মতে, ফজরের ওয়াক্তে পবিত্র হলে ফজর আদায় করবে, আসরের ওয়াক্তে পবিত্র হলে পূর্ববর্তী ওয়াক্তের যোহরসহ আসর উভয় নামায আদায় করবে। আর ইশার ওয়াক্তে পবিত্র হলে মাগরিব ও ইশা উভয় নামায পড়বে। ইমাম আবু হানীফার (র) মতে, যে ওয়াক্তে পবিত্র হবে শুধু ঐ ওয়াক্ত থেকেই নামায শুরু করবে। অর্থাৎ আসরের ওয়াক্তে হায়েয বন্ধ হলে গোসল করে শুধু আসর পড়বে। এর আগের ওয়াক্তে থেকে শুরু করা দরকার নেই। আর এটাই হলো সবচেয়ে শক্তিশালী মত।

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button