পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
৮১. কান মাসেহের সময় কি নতুন করে পানি নিতে হবে?
কোন কোন ফকীহর মতে, কান মাসেহের সময় নতুন করে পানি নিতে হবে না। তবে জমহুর অর্থাৎ অধিকাংশ ফকীহর মতে, নতুন করে আবার সামান্য পানি নিয়ে হাত ভিজিয়ে ঐ ভেজা হাতে কান মাসেহ করবে । তবে এ মতবিরোধী নিরসনে কোন পক্ষেরই সরাসরি হাদীসের কোন ভাষ্য পাওয়া যায় না।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম