পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

৬১. লোক সম্মুখে মিস্ওয়াক করা কেমন?

আবু মূসা আল আশআরী (রা) বলেছেন, আমি একদিন দাঁত মাজা অবস্থায় রাসূলুল্লাহ (স)-কে দেখতে পেয়েছি । (বুখারী: ২৪৪)। অতএব, কেউ যদি মানুষের সম্মুখে মিসওয়াক করে তাতে দোষের কিছু নেই ।

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button