পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
১০৯. কী কী বস্তু দ্বারা তায়াম্মুম করা যায়?
মাটি, বালি, কাঁকর ও সিমেন্ট ইত্যাদি। তাছাড়া মাটির তৈরি হাড়ি-পাতিল ও ইট দ্বারাও তায়াম্মুম হবে। কোন কোন ফকীহর মতে, পাথর দ্বারাও তায়াম্মুম জায়েয। কারণ পাথর মাটিরই অন্তর্ভুক্ত এক প্রকার কঠিন শীলা পদার্থ । দ্রব্যটি মাটির মতো হলে যেমন চুন, সুরমা ইত্যাদি দিয়েও তায়াম্মুম জায়েয, ইনশাআল্লাহ । তবে লোহা, প্লাস্টিক, কাঠ, কাপড়, সোনা, চাদি, পিতল, কাঁচ, রঙ, কাগজ ও ছাই এসব বস্তু দিয়ে তায়াম্মুম হবে না।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম