পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
৯৯, গোসলের ফরয কয়টি ও কী কী?
গোসলের ফরয তিনটি। যথা
১. কুলি করা,
২. নাকে পানি দেওয়া,
৩. সমস্ত শরীর ধৌত করা। মাথার চুল, চুলের গোড়া ও নখ পরিমাণ কোন অংশও শুকনো থাকলে এবং উপরে বর্ণিত কোন একটা কাজ বাদ পড়লে গোসল হবে না।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম