পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

১.৫ (ঘ) মোচ খাটো করা

ইমাম নববীর মতে, মোচ খাটো করে রাখা সুন্নাত। অপর একদল ফকীহ বলেছেন, এটা ওয়াজিব। আবার কেউ মোচ খাটো করে রাখাকে ফরযও বলেছেন। রাসূলুল্লাহ (স) বলেছেন,

“যে ব্যক্তি মোচ খাটো করে রাখবে না, সে আমার উম্মত নয়” (নাইলুল আউতার- ১/১৪৩)। তাছাড়া ৪০ দিনের বেশি সময় মোচ না কেটে রাখা জায়েয নয়। (মুসলিম: ২৫৮)

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button