পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
৩০. কী পদ্ধতিতে চুল পরিষ্কার করবে?
ব্লেড দিয়ে নাভির নিচের লোম পরিষ্কার করা উত্তম। আর বগলের নিচের লোম পরিষ্কারের জন্য টেনে ছেড়া উত্তম। তবে ব্লেড ব্যবহার করা জায়েয।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম