পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

৪৭. লিঙ্গের কী পরিমাণ অংশ কর্তন করা আবশ্যক?

লিঙ্গের মাথার অগ্রভাগ যে পরিমাণ অংশ বাড়তি চামড়া দিয়ে ঢেকে থাকে, এর পুরোটাই কর্তন করতে হবে। বাড়তি চামড়ার অভ্যন্তরে সুপারির দানার মতো গোলাকৃতি অংশটুকুকে আরবীতে ‘হাশাফাহ’ বলে। কোন কোন ফকীহ বলেছেন, উক্ত হাশাফার অর্ধাংশ বা কিছু অংশ উন্মুক্ত করলেই চলবে । কিন্তু ইমাম নববী (র) বলেছেন, পূর্ণাঙ্গ চামড়া এতটুকু পরিমাণ কেটে ফেলতে হবে, যাতে করে হাশাফাহ পুরোটাই খোলা থাকে।

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button