পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

১৩০. হায়েয থেকে পবিত্র হয়ে নামায শুরুর দু’একদিন পর আবার হায়েয শুরু হয়ে আরও দুই-তিন দিন রক্ত নির্গত হলে কী করবে?

এ ধরনের অবস্থা নিয়মিত প্রতি মাসেই হতে থাকলে ভালো থাকা অবস্থায় নামায পড়বে, আর রক্ত প্রবহমান থাকা অবস্থায় পড়বে না। দ্বিতীয়ত যদি এটা হঠাৎ করে হয়ে থাকে তাহলে রক্ত প্রবাহ অবস্থায় নামায পড়বে না, তবে, সুস্থ হওয়ার পরে এগুলো কাযা করবে।

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button