পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
১২৯. কোন মাসে হায়েযের পিরিয়ড তিন-চার দিন বেড়ে গেলে কী করবে?
কোন মাসে কারো হায়েযের পিরিয়ড সাধারণ সময়সীমার চেয়ে তিন-চার দিন বেড়ে গেলে বর্ধিত দিনগুলোও তার হায়েযের দিন হিসেবেই গণ্য হবে। সে সময়ও নামায পড়বে না, রোযাও রাখবে না। কারণ, হায়েযের নির্ধারিত মোট দিনের সংখ্যা হাদীসে আসেনি।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম