পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

১২৮. তখন গোসল করতে অপারগ হলে কী করবে?

নিজের বা দুগ্ধ পোষ্য শিশুর ক্ষতির আশঙ্কা বা রোগ-বালাইয়ের আশঙ্কা থাকলে গোসলের বদলে তায়াম্মুম করে নামায আদায় করবে। অথবা দিনের বেলায় গরম পানি দিয়ে গোসল করবে বা শঙ্কা কেটে গেলে পরে গোসল করে নেবে।

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button