পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত

হায়েযের পিরিয়ড শেষ হওয়ার আলামত – ১২৬. এর আলামতগুলো কী?

এ জন্য দু’টা আলামত রয়েছে, যথাঃ
১. হায়েযের রক্ত প্রবাহ বন্ধ হয়ে সাদা শুভ্র পানি বের হলে। (মুয়াত্তা ইমাম মালেক; ৯৭, ফতহুল বারী- ১/৪২০)।
২. জায়গাটি শুষ্ক হয়ে গেলে তার লজ্জাস্থানে তুলা বা টিস্যু পেপার প্রবেশ করিয়ে দেখবে জায়গাটি শুষ্ক না ভেজা। যদি রক্তে ভেজা না থাকে তাহলে বুঝতে হবে যে, হায়েয তার শেষ হয়ে গেছে। এ দু’টার যেকোন একটি আলামত দেখতে পেলে হায়েয শেষ হয়েছে বলে বুঝে নেবে।

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button