পবিত্রতাপ্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
১২৩. হায়েয অবস্থায় মসজিদের ভেতর দিয়ে যাওয়া ছাড়া উপায় না থাকলে কী করব?
বিকল্প রাস্তা না থাকলে, আর মসজিদে ময়লা না লাগালে শুধু পথ অতিক্রমের জন্য মসজিদের ভেতর দিয়ে তখন যাওয়া জায়েয।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম