অন্যান্য

প্রশ্নঃ রাসূল(সাঃ) এর কন্যাদের কে কি মা বলে ডাকা যাবে?

উত্তরঃ না! তাকে ‘মা ফাতেমা’ বলে ডাকা শোভনীয় নয়। এব্যাপারে মহান আল্লাহ নিজেই বলেনঃ

وَأَزْوَٰجُهُۥٓ أُمَّهَٰتُهُمْۗ

আর তাঁর (নবীর) স্ত্রীগণ তোমাদের মা।
(সুরা আল আহযাব, আয়াত ০৬)

(মা মেয়ে কে এক সাথে মা বলে ডাকা যায় কি করে?)

জ্ঞাতব্যঃ
আর তিনি নবিজীর কন্যা ফাতেমা রাদিঃ শুধুমাত্র ঈমাম হাসান ও হুসাইন (রা:) এঁদের মা! এছাড়া আমরা মুমিন মুসলমানরা তাকে শুধুমাত্র ফাতেমা রাদি’আল্লাহু তা’আলা আনহা বলেই সম্মান প্রদর্শন করবো।

Note:
আর আপনি যদি হাদীসের গ্রন্থগুলি পড়েন তাহলে দেখবেন যে, নবিজীর স্ত্রীগণ যেসকল হাদীসগুলি বর্ণনা করেছেন, সেখানে বলা হয়েছে যে উম্মুল মুমিনিন…(অর্থাৎ মুমিনদের মা) অমুক থেকে বর্ণিত! যা পবিত্র কুর’আনের উল্লেখিত আয়াতটির (৩৩:৬) সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ!!
কিন্তু ফাতেমা (রা:) থেকে বর্ণিত অনেক সহীহ হাদীস আছে, যার কোনো একটি হাদীসেও এটা বলা হয়নি যে, ‘মা ফাতেমা’ (রা:) থেকে বর্ণিত।

তাই আমরা তাকে শুধুমাত্র ফাতেমা রাদি’আল্লাহু তা”আলা আনহা বলেই সম্মান প্রদর্শন করবো। *মা* ফাতেমা বলে নয়।

তবে যে বাড়াবাড়ি করে এরপর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে। নিশ্চয় আমি ক্ষমাশীল, পরম দয়ালু।
(সূরাঃ নমল, আয়াতঃ ১১)

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button