অন্যান্য

প্রশ্নঃ অনেকে বলে তারাবীহ নামাজ ৮ রাকাত পড়লেও হবে। এটা কি ঠিক?

উত্তর: জ্বী আট রাকাত পরা যাবে।
৮ রাকাত এবং ৩ রাকাত বিতিরসহ ১১ রাকাত পরাই সুন্নাহ কিন্তু নফল হিসাবে ২০, ৩৬, ৫০ যত পড়তে পারেন সমস্যা নেই আর উভয় আমলের সুযোগ আছে একারনেই মক্কা মদিনায় এমনকি জমহুর উলামাগনও এমনই বলে থাকেন, এটা নিয়ে তর্ক বিতরকের কিছু নেই, যে যেটা আমল করছে করতে দেওয়া উচিত তাঁকে।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button