অন্যান্য

প্রশ্ন: ডিজিটাল ও ভিডিও ক্যামেরা দিয়ে ছবি তোলার ইসলামী হুকুম কি?

আপনার জিজ্ঞাসা  ইসলামিক জিজ্ঞাসা ও জবাব ইসলামিক প্রশ্নোত্তর 

 

উত্তরঃ সমস্ত প্রশংশা আল্লাহ তাআলার জন্য – ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা দু’ধরণের –

১. স্থির ছবি তোলাঃ এটা জায়েজ নয় যদি না অনুমোদিত বিষয়ের ক্ষেত্রে হয় যেমন –
যেখানে নিজের পরিচয় জানানোর প্রয়োজন পড়ে – পাসপোর্ট তৈরির ক্ষেত্রে, ড্রাইভিং লাইসেন্স এর জন্য, অথবা ক্রিমিনালদের পরিচয় জানিয়ে দেয়ার জন্য বা এরূপ কোন দরকারী প্রয়োজনে।

** কিন্তু শুধু স্মৃতি ধরে রাখার কারনে ছবি তোলা ও সংরক্ষণ করা জায়েজ নয়, আর এ কাজটাই হরদম করা হয়ে থাকে।

 

২. চলমান ছবি বা ভিডিও ক্লিপ্‌সঃ এটা করা জায়েজ এবং এটা নিষেধাজ্ঞার পর্যায়ে পড়ে না। তবে যে ধরণের চলমান ছবি বা ভিডিও ক্লিপস পাপকাজে সহায়তা করে
বা যেটি আকর্ষন বা প্রলোভনের বস্তু হয়ে দাড়ায়, উদাহরণস্বরূপ – সুশোভিত নারীর ছবি, খারাপকিছু করার ছবি, বিদাআত ও শির্ক করার স্থান যেগুলোকে শ্রদ্ধা করা হয়
এবং ভিডিওর মাধ্যমে সেগুলোর প্রচার করা হয়, – সেধরণের ভিডিও জায়েজ নয়। [https://islamqa.info/en/95322] – ফটোগ্রাফ (স্থির ছবি) এর ক্ষেত্রে শাইখ ইবনে উসাইমিন রহ. ৫ ধরণের ব্যবহারের কথা বলেছেন।
তবে তিনি নিছক ছবি দেখে আনন্দ পাওয়ার উদ্দেশ্যে ছবি তোলাকে হারাম বলেছেন।
[এ বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন – আশ-শারাহ আল-মুমতি’, ২/১৯৭-১৯৯]

 

▬▬▬▬●◈●▬▬▬▬
উত্তর প্রদানে:
শায়খ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ হাফি

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button