বিবাহ ও দাম্পত্য

প্রশ্ন: বিয়েতে মেয়েকে কবুল বলাতে হবে কি?

উত্তর : কনেকে কবুল বলাতে হবে না। বরং মেয়ের অভিভাবকই মূল যিম্মাদার। অভিভাবক মেয়ের সম্মতি নিবেন এবং বিবাহের মজলিসে দুই সাক্ষীর উপস্থিতে বরকে বলবেন আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিলাম। তখন বলবে আমি গ্রহণ করলাম। এর পূর্বে খুৎবা পাঠ করতে হবে (শায়খ বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ দার্ব দ্রঃ; আবুদাঊদ, হা/২১১৮; তিরমিযী, হা/১১০৫, সনদ ছহীহ)। নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কোন বিধবা নারীকে তার সম্মতি ব্যতীত বিয়ে দেয়া যাবে না এবং কুমারী মহিলাকে তার অনুমতি ছাড়া বিয়ে দিতে পারবে না। লোকেরা জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! কেমন করে তার অনুমতি নেয়া হবে। তিনি বললেন, চুপ থাকাটাই হচ্ছে তার অনুমতি (ছহীহ বুখারী, হা/৫১৩৬, ৫১৩৭)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button