প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাতসালাত / নামায

ইকামাত কিভাবে দেবে? এর শব্দগুলো কী?

 

আযানের শব্দাবলিই ইকামাতের শব্দ। তবে পার্থক্য হলো: আযানের শব্দগুলো যেখানে দুইবার, ইকামাতের ক্ষেত্রে সেখানে বলবে একবার করে। আনাস (রা) বলেছেন, সাহাবী বেলাল (রা)-কে এভাবেই ইকামত দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে কাদ কা-মাতিস্ সলাহ দু’বার বলবে। (দেখুন বুখারী হাদীস নং ৬০৫, ৬০৬ ও ৬০৭)।
অপরদিকে আযানের মতো এ শব্দগুলো দুইবার বলাও জায়েয (আবু দাউদ: ৫০১, ৫০২, নাসাঈ: ৬৩৩), যার প্রচলন রয়েছে বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশগুলোতে। তবে উত্তম হলো, ইকামাতের বাক্যগুলো একবার করে বলা। কেননা, এটি বুখারীর হাদীস,
দ্বিতীয়ত: বিখ্যাত মুয়াযযিন বেলাল (রা)-কে রাসূলুল্লাহ (স) এভাবেই নির্দেশ দিয়েছিলেন, তৃতীয়ত: এটা অধিকতর বিশুদ্ধ বিধায় আল্লাহর ঘর মক্কা ও মদীনায় যথাক্রমে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এভাবেই ইকামাত দেওয়া হয়। সে অনুযায়ী ইকামাত হলো এভাবে:

আল্লা-হু আকবার – আল্লা-হু আকবার – [২ বার] আশহাদু আল্ লা ইলা-হা ইল্লাল্লাহ – [১ বার] আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ  – [১ বার] হাইয়্যা আলাস্ সলা-হ – [১ বার] হাইয়্যা আলাল ফালা-হ – [১ বার] কাদ কা-মাতিস্ সলাহ – কাদ কা-মাতিস্ সলাহ – [২ বার] আল্লা-হু আকবার – আল্লা-হু আকবার – [২ বার] লা-ইলা-হা ইল্লাল্লা-হ – [১ বার]

 

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button