মানহাজ

প্রশ্ন-১২ : এ জামাতগুলো কি ধ্বংসপ্রাপ্ত ৭২ ফিরকার অন্তর্ভুক্ত হবে?

 

উত্তর : হ্যাঁ। যে ব্যক্তিই দাওয়াহ, আকীদা অথবা ঈমানের মূলনীতির ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধিতা করবে সেই ৭২ ফিরকার অন্তর্ভুক্ত হবে, হুমকির অন্তর্ভুক্ত হবে, তার বিরোধিতা অনুপাতে নিন্দা ও শাস্তি নির্ধারিত হবে।

 

সূত্র: মানহাজ।
উত্তর প্রদানে: শাইখ ড. ছলিহ ইবনে ফাওযান আল ফাওযান।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
Back to top button