মৃত্যু

প্রশ্ন: মানুষের মৃত্যুর পর তাকে সামনে রেখে বলা হয় যে, মানুষটি ভাল ছিল, না-কি খারাপ ছিল? প্রচলিত পদ্ধতি কি সঠিক?

উত্তর : মৃত ব্যক্তি সম্পর্কে জনগণের কাছে এ ধরণের স্বীকারোক্তি নেয়া শরী‘আত সম্মত নয়। তবে মানুষ নিজেদের পক্ষ থেকে স্বেচ্ছায় যা বলবে সেটাই মৃত ব্যক্তির জন্য গৃহীত হবে। খারাপ মন্তব্য হোক বা ভাল হোক (ছহীহ বুখারী, হা/১৩৬৭, ১/১৮৩ পৃ., (ইফাবা হা/১২৮৩, ২/৪১৮ পৃ.); মিশকাত, হা/১৬৬২)। ফেরেশতাগণ এর প্রতি আমীন আমীন বলেন (ছহীহ মুসলিম, হা/৯১৯, ৯২০ ১/৩০০ পৃ., (ইফাবা হা/১৯৯৮), ‘জানাযা’ অধ্যায়, অনুচ্ছেদ-২; মিশকাত, হা/১৬১৭ ও ১৬১৯, পৃ. ১৪১)। তবে মৃত ব্যক্তির গুণ উল্লেখ করা সম্পর্কে বর্ণিত হাদীছটি যঈফ (আবূ দাঊদ, হা/৪৯০০, ২/৬৭১ পৃ., ‘আদব’ অধ্যায়, অনুচ্ছেদ-৫০; মিশকাত হা/১৬৭৮, পৃ. ১৪৭; )।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
Back to top button