আখিরাত বিষয়ক

প্রশ্ন: লাশ কবরে রাখার সঠিক নিয়ম কি?

উত্তর : মাইয়েতকে কবরে নামানোর দায়িত্ব পুরুষদের। মাইয়েতের উত্তরাধিকারীদের মধ্যে অলী, নিকটবর্তী ও সর্বাধিক প্রিয় ব্যক্তিগণ এই দায়িত্ব পালন করবেন (ইবনু বাত্ত্বাল, শারহু ছহীহিল বুখারী, ৩য় খণ্ড, পৃ. ৩২৯)। মাইয়েতকে পায়ের দিক দিয়ে কবরে নামানো সুন্নাত। আবূ ইসহাক্ব (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত, তিনি বলেন, আল-হারিছ  (রাযিয়াল্লাহু আনহু) তার মৃত্যুর পূর্বে অছিয়ত করেন যে, ‘আব্দুল্লাহ ইবনু ইয়াযীদ (রাযিয়াল্লাহু আনহু) যেন তার জানাযার ছালাত পড়ান। সুতরাং তিনি তার জানাযা পড়ালেন। অতঃপর তিনি তাকে পায়ের দিক থেকে কবরে রাখলেন এবং বললেন, هَذَا مِنَ السُّنَّةِ ‘এটাই সুন্নাত’ (আবূ দাঊদ, হা/৩২১১, সনদ ছহীহ)। তবে অসুবিধা হলে যেভাবে সুবিধা সেভাবে নামাবে। মোর্দাকে ডান কাতে ক্বিবলামুখী করে শোয়াবে। এই সময় কাফনের কাপড়ের গিরাগুলো খুলে দেবে (মুছান্নাফ আব্দুর রাযযাক হা/৬০৬১; মুহাল্লা ৫/১৭৩ পৃঃ ; ফিক্বহুস সুন্নাহ, ১ম খণ্ড, পৃ. ৫৪৫)। কবরে শোয়ানোর সময় بِسْمِ اللهِ وَعَلَى مِلَّةِ رَسُوْلِ اللهِ ‘বিসমিল্লাহ-হি ওয়া ‘আলা মিল্লাতি রাসূলিল্লাহ’ (অর্থ : আল্লাহর নামে ও আল্লাহর রাসূলের দ্বীনের উপর) বলবে (ইবনু মাজাহ, হা/১৫৫০; আবূ দাঊদ, হা/৩২১৩, সনদ ছহীহ)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button