আদব ও শিষ্টাচার

প্রশ্ন: কেমন মেয়েকে বিয়ে করতে হবে?

উত্ত : বিবারহে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সর্বদা দ্বীনদারিতাকে প্রাধান্য দিতে হবে। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘নারীকে চারটি কারণে বিয়ে করা হয়। তার অর্থ, তার বংশ মর্যাদা, তার সৌন্দর্য এবং দ্বীনদারীর কারণে। তবে তুমি দ্বীনদার মেয়েকে অগ্রাধিকার দাও’ (ছহীহ বুখারী, হা/৫০৯০; ছহীহ মুসলিম, হা/১৪৬৬)। এক্ষেত্রে যদি দ্বীনদার মেয়েকে প্রাধান্য দেয়া না হয়, তাহলে পৃথিবীতে ফিতনা-ফাসাদ ও চরম বিপর্যায় সৃষ্টি হবে (তিরমিযী, হা/১০৮৪, সনদ হাসান)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button