আদব ও শিষ্টাচার

প্রশ্ন: নেশাজাতীয় দ্রব্য ভক্ষণকারীকে সালাম দেয়া যাবে কী?

উত্তর : নেশাজাতীয় দ্রব্য ভক্ষণকারী যদি মুসলিম হয়, তাহলে তাকে যেমন সালাম দেয়া যাবে, তেমনি সে সালাম দিলে জবাবও দেয়া যাবে (ইমাম নববী, রওযাতুত তালিবীন, ১০ম খণ্ড, পৃ. ২৩০)। তবে ‘তোমরা নেশাদার দ্রব্য পানকারীকে সালাম দিও না’ মর্মে আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল ‘আছ (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে যে আছারটি বর্ণিত হয়েছে, তার সনদ যঈফ (আলবানী, যঈফ আল-আদাবুল মুফরাদ, হা/১৫৮; ফাৎহুল বারী শারহু ছহীহিল বুখারী, ১১তম খণ্ড, পৃ. ৪১)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button