আদব ও শিষ্টাচার

প্রশ্ন: অনেকে এমন আছে যে, তাকে সালাম দিলে সে সালামের জবাব দিয়ে পাল্টা আবার সালাম দেয়। এভাবে সালাম দেওয়া যাবে কি?

উত্তর : এভাবে সালাম দেয়া যাবে না। কারণ এর শারঈ কোন ভিত্তি নেই। বরং শুধু সালামের জবাব দিবে (বুখারী হা/৬২২৯; মিশকাত হা/৪৬৪০)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button