আদব ও শিষ্টাচার

প্রশ্ন: অনেকে বাম হাতে পানাহার করে। বাম হাতে পানাহারের বিধান কী?

উত্তর : বাম হাতে খাওয়া, পান করা সুন্নাহ পরিপন্থী। বরং বাম হাতে পানাহার করা হারাম। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,لَا يَأْكُلْ أَحَدُكُمْ بِشِمَالِهِ وَلَا يَشْرَبْ بِشِمَالِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِشِمَالِهِ

‘বাম হাতে যেন তোমাদের কেউ না খায় এবং পান না করে। কেননা বাম হাতে শয়তান পানাহার করে’ (তিরমিযী, হা/১৭৯৯; মুসনাদে আহমাদ, হা/৫৫১৪; ছহীহ ইবনু হিব্বান, হা/৫২২৯; শায়খ ছালেহ আল-উছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব, পৃ. ৩৪)।

 

সূত্র: মাসিক আল-ইখলাছ।

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button