আদব ও শিষ্টাচার

ইসলামী বই এর উপর অন্য জিনিসপত্র রাখার হুকুম

প্রশ্ন: ইসলামী বইপুস্তক যেমন- ফিকাহ, আকিদা, তাফসির ইত্যাদি বিষয়ক বইপুস্তকের উপর অন্য কোন জিনিসপত্র রাখা কিংবা ইসলামী বইপুস্তক একটার উপর আরেকটি রাখার ব্যাপারে আলেমগণের বক্তব্য কি?

উতরঃ

আলহামদুলিল্লাহ।

ইসলামী বইপুস্তক একটির উপর অন্যটি রাখতে কোন অসুবিধা নেই।তবে মুসহাফবা কুরআন গ্রন্থ এর উপরে ইসলামী বই পুস্তক রাখাযাবে না।

আল-হাকীমআল-তিরমিযি বলেন:

“মুসহাফের মর্যাদা হচ্ছে- মুসহাফকে খোলা নারাখা। মুসহাফের উপর অন্যকোন বইনা রাখা; যাতে করে মুসহাফ সব সময় অন্য সকল কিতাবের উপরে থাকে”। [নাওয়াদিরুল উসুল (৩/২৫৪) থেকে সমাপ্ত]

ইসলামী বইপুস্তকের উপর সাংস্কৃতিক বইপুস্তক কিংবা অন্য বিষয়ের বইপুস্তক রাখা বাঞ্ছনীয় নয়। অনুরূপভাবে ইসলামী বইপুস্তকের উপর অন্যকোন জিনিসপত্র যেমন-পাত্র, পোশাক-আশাক, খাবার-দাবার ইত্যাদি রাখা ঠিক নয়; এসব গ্রন্থে আল্লাহপাকের যেযিকির আছে ও ইসলামী জ্ঞান আছে সেসবের প্রতি সম্মানসূচক।

আল-হাইতামী (রহঃ) বলেন:

হালিমীরমত বাইহাকীও বলেছেন: উত্তম হচ্ছে মুসহাফের উপর মুসহাফ ছাড়া অন্য কোন কিতাব বাকা পড়না রাখা। হালিমী এর সাথে আর ওযুক্ত করেছেন: হাদিসের গ্রন্থাবলিও।অর্থাৎ হাদিসের গ্রন্থাবলিও মুসহাফের উপর রাখাযাবে না। [আল-ফাতাওয়াআল-হাদিসা (পৃষ্ঠা-১৬৪) থেকে সমাপ্ত]

কখনো কখনো এর বিধান হারাম পর্যায়ে পৌঁছে যেতে পারে। যদি শরয়ি গ্রন্থাবলির প্রতি অবজ্ঞা ও অপমানস্বরূপ সেটা করা হয়।

ইবনু লমুফলিহ (রহঃ) বলেন:

ইবনে আব্দুল কাউয়্যিতাঁরলিখিত ‘মাজমাউলবাহরাইন’ গ্রন্থে বলেন: “সর্বসম্মতি ক্রমে মুসহাফের উপর, হাদিসের কিতাবের উপর কিংবা যেসব কিতাবে কিছু আয়াত আছে সেসব কিতাবের উপর ঠেকদেয়া হারাম।” [আল-আদাবআল-শারইয়্যা (২/৩৯৩) থেকেসমাপ্ত]

আরও জানতে দেখুন 222344 নংপ্রশ্নোত্তর।

আল্লাহই ভাল জানেন।

মূল — https://islamqa.info/bn/answers/241534/

➥ লিংকটি কপি অথবা প্রিন্ট করে শেয়ার করুন:
পুরোটা দেখুন

Arif Ahmed Amit

Assalaamu Alaykum, I'm a Muslim, Islam is perfect but I am not. If I make a mistake, blame it on me, not on my religion ...(সতর্কীকরণ!!! এখানে কোন ধরনের তর্ক কাম্য নয়। নিজে দেখেন ও জানেন এবং শেয়ার করে অন্যকে দেখার ও জানার সুযোগ দিন।)Jazak Allah Khair ...
এছাড়াও পড়ে দেখুন
Close
Back to top button